Lead Newsজাতীয়

সৌদি আরবে নতুন রাষ্ট্রদূত হলেন জাবেদ পাটোয়ারী

সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পেয়েছেন পুলিশের সদ্য সাবেক মহাপরিদর্শক মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব চালিয়ে আসা জাতীয় পার্টির নেতা গোলাম মসীহের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ এই মাসেই শেষ হচ্ছে। তার স্থলাভিষিক্ত হচ্ছেন জাবেদ পাটোয়ারী।

তিন বছরের চুক্তিতে সৌদি আরবের রাষ্ট্রদূত হিসেবে জাবেদ পাটোয়ারীকে নিয়োগ দিয়ে সোমবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বিসিএস পুলিশ ক্যাডারের এই কর্মকর্তার অবসরোত্তর (পিআরএল) ছুটি ও এ সংক্রান্ত অন্যান্য সুবিধা স্থগিতের শর্তে তাকে রাষ্ট্রদূত নিয়োগ দেওয়া হয়েছে। এজন্য তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ন্যস্ত করা হয়েছে।

আগামী ১৫ এপ্রিল বা যোগদানের তারিখ থেকে রাষ্ট্রদূতের এই নিয়োগ কার্যকর হবে। নিয়োগের শর্তাবলী অনুমোদিত চুক্তিপত্র দিয়ে নির্ধারণ করা হবে।

২০১৮ সালের ২৫ জানুয়ারি পুলিশ মহাপরিদর্শক নিয়োগ পান জাবেদ পাটোয়ারী। ওই বছরের ৩ জুন জ্যেষ্ঠ সচিবের পদমর্যাদা পান তিনি।

জাবেদ পাটোয়ারীর চাকরির মেয়াদ শেষ হওয়ায় গত ৮ এপ্রিল এলিট ফোর্স র‌্যাবের নেতৃত্ব দিয়ে আসা বেনজীর আহমেদকে পুলিশের মহা-পরিদর্শকের দায়িত্ব দিয়েছে সরকার।

চাঁদপুর সদরের শাহ মাহমুদপুরে মান্দারী গ্রামে জন্ম নেওয়া জাবেদ পাটোয়ারী লেখাপড়া করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে। ১৯৮৬ সালে তিনি সহকারী পুলিশ সুপার হিসেবে পুলিশ বাহিনীতে যোগ দেন।

কর্মজীবনে তিনি অতিরিক্ত আইজি হিসেবে সিআইডি ও পুলিশ সদরদপ্তরে, পুলিশ কমিশনার হিসেবে রাজশাহী ও খুলনায়, পুলিশ ট্রেনিং সেন্টার ও পুলিশ স্টাফ কলেজর কমান্ড্যান্ট ও পরিচালক হিসেবে এবং রাষ্ট্রপতির পুলিশ লিয়াজোঁ অফিসার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

সুদান, কসোভো, সিয়েরা লিওন ও ক্রোয়েশিয়ায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন জাবেদ পাটোয়ারী।

পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালনের সময় জাবেদ পাটোয়ারী বঙ্গবন্ধুর কারাজীবনের ওপর লেখা ‘কারাগারের রোজনামচা’র জন্য বিভিন্ন তথ্য ও নথি সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এসবির রেকর্ড রুমে ১৯৪৮ থেকে ১৯৭১ সাল পর্যন্ত সময়ে বঙ্গবন্ধুর বিষয়ে যেসব ক্লাসিফায়েড তথ্য রয়েছে, সেগুলো সংরক্ষণের উদ্যোগ নেন তিনি। সূত্র – বিডি নিউজ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + three =

Back to top button