Lead Newsসরকার

সৌদি কর্তৃপক্ষ নারী শ্রমিকদের সুরক্ষায় ব্যবস্থা নেবে: সচিব

Bangla Newspapers:

সৌদি আরব কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে যে তাদের দেশে কর্মরত বাংলাদেশি নারী শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করতে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

সোমবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, সূত্র ইউএনবি।

তিনি বলেন, গত ২৭ অক্টোবর রিয়াদে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সৌদি শ্রম ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মধ্যে তৃতীয় জয়েন্ট টেকনিক্যাল কমিটির সভা অনুষ্ঠিত হয়।

সভায় যেসব বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়েছে তার মধ্যে রয়েছে- নারী কর্মীদের সুরক্ষা নিশ্চিত করার জন্য এ সংক্রান্ত আইটি প্ল্যাটফর্মে সংশ্লিষ্ট কর্মী, দুই দেশের রিক্রটিং এজেন্সি ও নিয়োগকর্তার পূর্ণ ঠিকানা এবং অন্যান্য তথ্য যুক্ত করা হবে, যে কর্মীরা কাজ ত্যাগ করেছেন তাদের পুলিশ পুনরায় নিয়োগকর্তার কাছে হস্তান্তর করবে না এবং কর্মী যত দিন কর্মরত থাকবেন তত দিন তার দায়-দায়িত্ব বাংলাদেশ ও সৌদি রিক্রটিং এজেন্সি বহন করবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় যে, সৌদি আরবে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের পর্যাপ্ত স্বাস্থ্যবীমা নেই। অসুস্থ্য কর্মীদের চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে, পর্যাপ্ত পরিমাণে স্বাস্থ্যবীমা করার জন্য নিয়োগকর্তাদের বাধ্য করতে সৌদি কর্তৃপক্ষ উদ্যোগ নেবে বলেও জানানো হয়।

এছাড়া অভিযোগ থাকলে সৌদি শ্রম আদালতে মামলা করার পদ্ধতি আরো সহজ করা হবে বলেও আশ্বস্ত করা হয়।

সৌদি আরবে বর্তমানে ২ লাখ ৯৩ হাজার নারী শ্রমিক রয়েছে। এর মধ্যে এ পর্যন্ত ৮ হাজার ফেরত এসেছে। এই মুহূর্তে ২০০ জন নারী স্বেচ্ছায় বাংলাদেশে ফেরত আসতে চায়।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজা বলেন, এদেরকে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে।

৩৪ জন নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে। এই অভিযোগ গুলো তদন্ত করে তাদেরকেও ফেরত নিয়ে আসা হবে বলেও জানান রেজা।

গত চার বছরে ৫ হাজারেরও বেশি বাংলাদেশি নারী সৌদি আরব থেকে দেশে ফিরেছেন এবং তারা সৌদি নিয়োগকারীদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনেছেন।

২০১৮ সালে প্রায় ১ হাজার ৫০০ নারী সৌদি আরব থেকে দেশে ফিরেছেন বলে জানিয়েছে ব্র্যাক মাইগ্রেশন সেন্টার।

 

Tag: Bangla Newspapers,

আরও জানুনঃ  শ্রমবাজার,  কর্মসংস্থান মন্ত্রণালয়

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + 6 =

Back to top button