Lead Newsকরোনাভাইরাসস্বাস্থ্য ও চিকিৎসা
স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি আইসোলেশনে
করোনাভাইরাসের মতো উপসর্গ নিয়ে নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ।
মঙ্গলবার (১২ মে) দুপুরে সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন মহাপরিচালক নিজেই।
ডা. আজাদ জানান, করোনার বিষয়টি নিশ্চিত হতে তাঁর নমুনা পরীক্ষার প্রক্রিয়া চলছে। বর্তমানে করোনাভাইরাসের মতো উপসর্গ নিয়ে নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন তিনি।
ইতিমধ্যেই তাঁর পরিবারের একজন সদস্যের নমুনা পরীক্ষার ফলে পজিটিভ এসেছে বলেও জানান তিনি।, সূত্র অধিকার