Lead Newsসরকার

স্বাস্থ্য মন্ত্রণালয় স্বচ্ছতার সঙ্গে কাজ করছে: মন্ত্রী

করোনা সংকটকালে স্বাস্থ্য মন্ত্রণালয় স্বচ্ছতার সঙ্গে কাজ করছে বলে দাবি করলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন। অন্যায়কারী কাউকে ছাড় দেয়া হবে না বলেও তিনি হুঁশিয়ার করেন।

আজ বৃহস্পতিবার বিকেলে মানিকগঞ্জের গড়পাড়ায় আওয়ামী লীগ নেতা ও ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র কর্নেল আব্দুল মালেকের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। প্রসঙ্গত জাহিদ মালেক স্বপন মরহুম কর্নেল মালেকের ছেলে।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, করোনা সংকটে অনেক প্রতিষ্ঠান কাজ করছে। কোনো কোনো প্রতিষ্ঠান প্রতারণার আশ্রয় নিয়েছে। সে সমস্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইন-শৃংখলা বাহিনী দ্রুত পদক্ষেপ নিয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

তিনি আরো বলেন, যারা সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করেছে আমরা তাদের বরদাস্ত করব না। প্রধানমন্ত্রীও প্রতারকদের ক্ষমা করবেন না। 

দেশের করোনা পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, নতুন এই ভাইরাস সম্পর্কে আমাদের সেভাবে ধারণা না থাকলেও শক্ত হাতে মোকাবেলা করছি। ইউরোপের মতো উন্নত দেশের মৃত্যুর হার অনেক কম। সুস্থতার হার অনেক বেশি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three − 3 =

Back to top button