হজের জন্য জমানো টাকা গরিবদের মধ্যে বিতরণ
পবিত্র হজ পালনের জন্য ১০ হাজার ডলার জমিয়েছিলেন ভারতের গুজরাট রাজ্যের আরিফ শাহ দম্পতি।
এ বছর হজ পালনের জন্য সরকারিভাবে নিবন্ধন করেছিলেন। স্ত্রী-সন্তানসহ হজ পালনের অনুমতি পেয়ে যারপরনাই খুশি হয়েছিলেন।
কিন্তু করোনার জন্য সৌদি সরকার এ বছর বাইরের কোনো দেশ থেকে কাউকে হজের অনুমতি দেয়নি।
তাই হজের জন্য জমানো সব টাকা গরিব-দুঃখীদের মধ্যে বিতরণ করে দিলেন আরিফ শাহ দম্পতি, খবর আরব নিউজের।
আরিফ শাহ (৪৮) বলেন, ‘এ বছর আল্লাহ আমাদের জন্য হজ নসিব করেননি। তাই জমানো সব টাকা আমরা করোনায় বিপর্যস্ত মানুষের মাঝে বিতরণ করছি।’ তিনি আরো বলেন, ‘সত্যিই আমরা এ বছর পবিত্র মক্কা ও মদিনায় যাওয়ার জন্য মুখিয়ে ছিলাম কিন্তু করোনার কারণে তা আর হল না। তারপর ভাবলাম, এ বছর মহান আল্লাহ চাননি আমরা পবিত্র মক্কা ও মদিনায় যাই, আল্লাহ চেয়েছেন হজের জমানো টাকা আমরা কোনো মহৎ কাজে ব্যয় করি।’