হজ্জের জন্য মনোনীতদের মেসেজ পাঠাচ্ছে সৌদি কতৃপক্ষ
করোনা ভাইরাসের পরিস্থিতির কারণে সৌদি আরব এ বছর ৬০ হাজার জনকে হজ্জের অনুমতি দিচ্ছে দেশটির হজ্জ ও ওমরাহ মন্ত্রণালয়। কেবল সৌদি আরবের নাগরিক অথবা সে দেশে বসবাসকারী বিদেশিরাই এবার হজ্জ করতে পারবেন।
এরই মধ্যে হজ্জের জন্য ৪১ থেকে ৫০ বছর বয়সিদের রেজিস্ট্রেশনের কাজ শেষ হয়েছে। যাদের আবেদন গ্রহণ করা হয়েছে, এখন তাদের টেক্সট মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হচ্ছে। খবর আরব নিউজের।
পাঁচ লাখ ৫৮ হাজার ২৭০ আবেদনকারীর মধ্যে থেকে বাছাই করে নির্দিষ্টসংখ্যক হজযাত্রীকে অনুমতি দেওয়া হয়েছে।
মোট হজ্জ যাত্রীর ২০ শতাংশ এ বয়সিদের টেক্সট মেসেজের মাধ্যমে তাদের হজ্জে অংশ নেওয়ার অনুমতির কথা জানিয়ে দেওয়া হচ্ছে। এ বছর ইলেক্ট্রনিক পদ্ধতিতে হজ্জের আবেদন বাছাই করা হয়। আবেদনের শর্ত পূরণ না হওয়ায় অনেকের হজ্জ আবেদন বাতিল করা হয়েছে।
সৌদির হজ্জ ও ওমরাহ মন্ত্রণালয় পরে সাড়ে পাঁচ লাখ আবেদন থেকে ইলেক্ট্রনিক পদ্ধতিতে এ বছরের হজ্জযাত্রী বাছাই করে। অন্য বয়সভিত্তিক হজ্জযাত্রীদের রেজিস্ট্রেশন এখনও চলছে। গত শুক্রবার মধ্যরাতে শেষ হয়েছে ৫১ থেকে ৬৫ বছর বয়সিদের রেজিস্ট্রেশন।