Lead Newsআন্তর্জাতিক
হাসপাতালে ট্রাম্প, স্বাস্থ্য নিয়ে শঙ্কা
পূর্ব ঘোষণা ছাড়াই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাসপাতালে যাওয়াকে ঘিরে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম সিএনএন। গত মঙ্গলবার মন্ত্রণালয়ের এক বৈঠক উপলক্ষ্যে জনসম্মুখে দেখা যায় তাকে। এর আগের এক সপ্তাহ ট্রাম্প অন্তরালেই ছিলেন।
গত সপ্তাহে ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে যান ট্রাম্প। এরপরই যুক্তরাষ্ট্রের জনসাধারণের মধ্যে ট্রাম্পের স্বাস্থ্য নিয়ে গুঞ্জন ছড়ায়।
সোমবার রাতে একটি বিবৃতিতে হোয়াইট হাউসের চিকিৎসক বলেছেন, ট্রাম্প আগে থেকেই পরিকল্পিত একটি রুটিন চেকআপের জন্য গিয়েছিলেন।
ট্রাম্পের বয়স ৭৩ বছর এবং আগে থেকেই স্থুলতা ও হৃদযন্ত্রের সমস্যা রয়েছে। তার এসময় হুট করেই তার হাসপাতালে যাওয়াটা বেশ উদ্বেগের। তবে হাসপাতালে যাওয়ার বিষয়ে ট্রাম্প বলেছেন, তার অতিরিক্ত সময় ছিল তাই শারিরীক পরীক্ষা করিয়েছেন।