হাসপাতালেই করোনা পজিটিভ প্রেমিককে বিয়ে (ভিডিও)
করোনার হানায় স্থবির পুরো বিশ্ব। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। সব ধরনের আনন্দ-উচ্ছ্বাস থমকে গেলেও মানুষ দিন দিন এ মহামারীতে অভ্যস্ত হয়ে উঠছে। আটকে থাকা বিয়েও সেরে ফেলছে অনেকে। তবে যুক্তরাষ্ট্রে ঘটল এক ব্যতিক্রমী বিয়ে।
দেশটির টেক্সাসের স্যান অ্যান্তানিও শহরে হাসপাতালে ভর্তি এক করোনা রোগীকে বিয়ে করেছেন এক তরুণী। গত সপ্তাহের এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে।জানা যায়, করোনা আক্রান্ত হয়ে কার্লোস মুনিজ নামে এক মার্কিনি ভর্তি হয়েছিলেন স্যান আন্তানিও শহরের মেথডিস্ট হাসপাতালে।
শারীরিক অবস্থা অবনতি হলে তাকে এক পর্যায়ে নিবিড় পরিচর্যা কেন্দ্র-আইসিইউতে ভর্তা করা হয়। তবে শেষমেশ করোনামুক্ত হন তিনি।
এদিকে, করোনায় আক্রান্ত হওয়ার আগে প্রেমিকা গ্রেসের সঙ্গে তার বিয়ে ঠিকঠাক ছিল। করোনায় সেটি আটকে যায়। আশঙ্কা তৈরি হয় এ যুগলের মধ্যে।
যেখানে মানুষ করোনা রোগী থেকে দূরে সরে যাচ্ছে সেখানে হাসপাতালে ছুটি গেলেন গ্রেস। কার্লোস করোনামুক্ত নিশ্চিত হওয়ার পর হাসপাতালেই তাকে বিয়ে করে ফেলেন এ তরুণী।