হিন্দু নারীর শেষকৃত্যে এগিয়ে এলেন মুসলমান প্রতিবেশীরা
ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যাওয়া এক হিন্দু নারীর শেষকৃত্যে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন দীর্ঘদিনের মুসলমান পড়শিরাই। শেষকাজের যাবতীয় খরচও বহন করলেন তারা।
ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার সমশেরগঞ্জের এক গ্রামে সাম্প্রদায়িক সম্প্রীতির এ ছবিই দেখা যায় শুক্রবার।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে সমশেরগঞ্জ থানার বোগদাদনগর গ্রামে পবিত্র রবিদাস নামে এক নারীর মৃত্যু হয়। ৫৫ বছরের ওই নারী দীর্ঘদিন ধরেই ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তার স্বামী বিনোদ রবিদাস জানিয়েছেন, প্রায় ৫০ বছর ধরে গ্রামের একমাত্র হিন্দু পরিবার হলেও সব সময় মুসলমান পড়শিদের পাশে পেয়েছেন। স্ত্রী অসুস্থ থাকাকালীনও তাদের যাবতীয় সাহায্য করেছেন এই পড়শিরাই।
শুক্রবার সকালে বিনোদের পরিবারে মৃত্যুর খবর শুনে ছুটে আসেন এলাকার মুসলমান সম্প্রদায়ের মানুষজন। স্থানীয় মসজিদের ইমাম মাওলানা ফেকারুল ইসলাম, গ্রামের বাসিন্দা মুহাম্মদ সাদেমান আলি, সফিকুল ইসলাম, নুর ইসলামেরা। ওই প্রৌঢ়ার শেষকৃত্যের যাবতীয় বন্দোবস্তও করেন তারা। আর্থিকভাবে অনটনে থাকা পরিবারের ওই সদস্যার শেষকৃত্যের খরচও বহন করেন এলাকাবাসী।
নিজের দুঃসময়ে পড়শিদের পাশে পেয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিনোদ। তিনি বলেন, ‘এলাকার বাসিন্দাদের সাথে বরাবরই আমাদের সদ্ভাব রয়েছে। স্ত্রীর শেষকাজ করার বিষয়ে তারাই আশ্বাস দিয়েছেন। আমাকে টাকাপয়সা দিয়েও সাহায্য করেছেন। সে জন্য সকলকেই ধন্যবাদ জানাই।’
পড়শির বিপদে পাশে ছিলেন স্থানীয় বাসিন্দা মুহাম্মদ সাদেমান আলিও। তিনি বলেন, ‘এই মুসলমান এলাকায় গত পাঁচ দশক ধরে মাত্র এক ঘর হিন্দু পরিবার রয়েছে। এত বছরে এ অঞ্চলে কখনোই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে দিইনি। দীর্ঘদিন ধরেই বিনোদের স্ত্রী ক্যান্সারে ভুগছিলেন। জীবিত থাকাকালীন আমাদের গ্রামের ছেলেরা তার পরিবারকে সব ধরনের সহযোগিতা করেছে। তার শেষকাজের জন্য যাবতীয় খরচও বহন করেছে গ্রামের ছেলেরাই।’
সূত্র : আনন্দবাজার