দেশে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধ ১০ আগস্ট পর্যন্ত বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বৃহস্পতিবার (০৫ আগস্ট) থেকে পাঁচদিনের সরকারি ‘বিধি-নিষেধ বা ‘কঠোর লকডাউন’ ঘোষণা করা হয়েছে।
ওই পাঁচদিন সব অফিস, যানবাহন ও দোকানপাট বন্ধ থাকবে। করেছে মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, অতি জরুরি প্রয়োজন ছাড়া বিধিনিষেধের সময় বাড়ির বাইরে যাওয়া যাবে না।
এর আগে ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট দিবাগত রাত ১২টা পর্যন্ত কঠোর বিধিনিষেধ দেওয়া হয়। বৃহস্পতিবার (০৫ আগস্ট) নতুন করে লকডাউনের সময় বাড়ানো হলো।