১০ মাস পর ফিরেই ফ্যাতির নজরকাড়া নৈপুণ্য; বার্সার বড় জয়
স্বপ্নের মতো ফেরা কেমন হয়? এই মুহূর্তে সবচেয়ে ভালো বলতে পারবেন বার্সেলোনার তরুণ তারকা আনসু ফ্যাতিই। ১০ মাস ছিলেন মাঠের বাইরে। হাঁটুতে লেগেছিল চারটি অপারেশন। ওই ধাক্কা সামলে আবার আগের রূপে ফিরতে পারবেন কি না, সংশয় ছিল অনেকের।
লা লিগার ম্যাচে রোববার লেভান্তের বিপক্ষে মাঠে ফেরেন ফ্যাতি। গায়ে চাপান মেসির বিখ্যাত ১০ নম্বর জার্সিও। বদলি হিসেবে নামেন ৮৩ মিনিটে। এরপরই দেখান নিজের ভেল্কি। ডি বক্সের বাইরে থেকে করেন দুর্দান্ত এক গোল। তাতে দলও পায় ৩-০ গোলের জয়।
তিন ম্যাচ ধরে না জেতায় যে অস্বস্তি তৈরি হয়েছিল বার্সেলোনা শিবিরে। সেটা যেন কিছুটা হলেও কাটল। অন্যদিকে লিওনেল মেসি চলে যাওয়ার পর ফ্যাতির মতো কাউকেই যেন খুঁজছিলেন বার্সা সমর্থকরা। গ্যালারিতে থেকে তার রঙিন প্রত্যাবর্তনের সাক্ষী হয়েছেন স্বজনরা।
ম্যাচশেষে কঠিন সময়ে পাশে থাকা সবাইকে ধন্যবাদ জানান ফ্যাতি। তিনি বলেছেন, “এমন ফেরা আমি কল্পনাও করিনি। চিকিৎসক ও ফিজিওদের ধন্যবাদ জানাই, যারা আমার সঙ্গে এই সময়ে ছিল। ভক্তদেরও ধন্যবাদ জানাই, যারা ছিলেন অবিশ্বাস্য।”