দেশবাংলা

২,৮০০ পরিবারকে ঈদ উপহার দিলেন পরিবেশমন্ত্রী

ব্যক্তিগত উদ্যোগে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন মৌলভীবাজারে তার নির্বাচনী এলাকার দুই হাজার ৮০০ পরিবারের মাঝে ঈদ উপহার দিয়েছেন।

শুক্রবার বড়লেখা ও জুড়ী উপজেলার প্রতিটি ওয়ার্ডে আওয়ামী লীগ নেতা-কর্মীদের মাধ্যমে মানুষের বাড়িতে এ উপহার পৌঁছে দেয়া হয়।

প্রত্যেক পরিবারকে পাঁচ কেজি চাল, এক কেজি ময়দা, এক কেজি চিনি, এক লিটার সয়াবিন তেল এবং এক প্যাকেট সেমাই দেয়া হয়।

এ সময় পরিবেশমন্ত্রী জনগণকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এবং আওয়ামী লীগ জনগণের জীবন ও জীবিকার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করছে। আমরা সবাই মিলে করোনাভাইরাসের এ দুর্যোগ মোকাবিলা করব।’

বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনোয়ার উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমেদ, পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক উপাধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন প্রমুখ উপহার বিতরণ কার্যক্রমের সমন্বয় করেন।

এর আগে পরিবেশমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে বড়লেখা ও জুড়ী উপজেলার ৫ হাজার ৬০০ এর বেশি অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − 6 =

Back to top button