৩ কোটি ৬৮লাখ টাকার রাস্তা টিকলো মাত্র তিন সপ্তাহ!
শরীয়তপুরের ভেদরগঞ্জ-কাশিমপুর সড়ক সংস্কারের মাত্র তিন সপ্তাহেই আবার বেহাল অবস্থা। সড়ক সংস্কার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে।
৩ কোটি ৬৮ লাখ টাকার সংস্কার কাজের তিন সপ্তাহ না পেরুতেই সড়কে দেখা দিয়েছে ফাটল, উঠে গেছে বিটুমিন। অনিয়মের এই চিত্র প্রকাশ হওয়ায় পুনরায় শুরু হয়েছে মেরামত কাজ।
স্থানীয় সূত্রে জানা যায়, শরীয়তপুরের ভেদরগঞ্জ-কাশিমপুর সড়ক সংস্কার কাজের কার্যাদেশ অনুযায়ি চলতি বছরের ৩ জুন থেকে ২ ডিসেম্বরের সংস্কার কাজ শেষ করে ঠিকাদার প্রতিষ্ঠান শেখ এন্টারপ্রাইজ। কিন্তু কিছুদিন পরেই বেরিয়ে আসে অনিয়মের চিত্র।
স্থানীয়দের অভিযোগ, সড়ক সংস্কারে নিম্ন মানের সামগ্রী ব্যাবহার করা হয়েছে। অনিয়ম ঢাকতে পুনরায় শুরু হয়েছে সংস্কার কাজ। কিন্তু তাও চলছে জোড়াতালি দিয়ে।
স্থানীয়রা জানান, কার্পেটিং যেখানে এক ইঞ্চি হওয়ার কথা সেখানে হাফ ইঞ্চি কার্পেটিং করা হয়েছে। বিটুমিনও দেয়া হয়েছে নিম্ন মানের। এতো অনিয়ম হলে তো সড়কের স্থায়িত্ব বেশি হবে না। তবে সংস্কারে কোনো অনিয়ম হয়নি বলে দাবি করেছেন শেখ এন্টারপ্রাইজের ঠিকাদার মানিক শেখ।
এ বিষয়ে শরীয়তপুরের এলজিইডি’র নির্বহী প্রকৌশলী শাহজাহান ফরাজি নাগরিক বার্তাকে বলেন, অভিযোগের পর আমরা পুনরায় সংস্কার করার নির্দেশ দিয়েছি। দু-একদিনের মধ্যেই সব ঠিক হয়ে যাবে। আর ওই রাস্তাটির কিছু ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে, সূত্র নাগরিক বার্তা।