জাতীয়
৩১ মে থেকে চালু হচ্ছে আন্তঃনগর ট্রেন
আগামী ৩১ মে থেকে ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে রেল মন্ত্রণালয়। শুধু আন্তঃনগর ট্রেন চলবে। ট্রেনের মোট আসনের ৫০ ভাগ আসনে যাত্রী পরিবহন করা হবে। আগামী ১৫ জুন পর্যন্ত এই পদ্ধতিতে টিকিট বিক্রি হবে।
বৃহস্পতিবার দুপুরে রেল ভবনে এক প্রেসব্রিফিংয়ে রেল মন্ত্রী নুরুল ইসলাম সুজন এসব কথা বলেন।
তিনি বলেন, সামাজিক দুরুত্ব বজায় রেখে রেলস্টেশনে যাত্রীরা অপেক্ষা করবে। স্টেশনগুলোর প্লাটফরমে নির্ধারিত দাগে দাঁড়িয়ে থাকার পর যাত্রীরা ট্রেনে চড়তে পারবেন। প্রতিটি কোচে অর্ধেক যাত্রী পরিবহন করা হবে।