লম্বা বিরতির পর আগামী ২৩ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট দিয়ে ক্রিকেটে ফিরবে বাংলাদেশ। সফরের জন্য আগামী মাস থেকে ক্যাম্প শুরু করবে বাংলাদেশ দল। তার আগে ৩৮ ক্রিকেটারের কোভিড-১৯ পরীক্ষা করা হবে। বিসিবি কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের বিষয়টি জানান প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
তবে ৩৮ ক্রিকেটারের করোনা টেস্ট করা হলেও ক্রিকেটারদের আবাসিক ক্যাম্প অনুশীলনে ডাকা হবে ২০ থেকে ২২ জন ক্রিকেটারকে। আগামী ১৮ সেপ্টেম্বর ক্রিকেটারদের বাসায় গিয়ে করোনা টেস্টের জন্য নমুনা সংগ্রহ করা হবে।
এদিকে জাতীয় দলের সঙ্গে হাইপারফরম্যান্স দলও যাবে লঙ্কান সফরে। সে দল গঠন নিয়েও কাজ করছেন ক্রিকেট বোর্ডে। গতকাল দুই নির্বাচক মিনহাজুল আবেদীন ও হাবিবুল বাশার এইচপি বিভাগের প্রধান নাঈমুর রহমানের সঙ্গে বিষয়গুলো নিয়ে আলোচনায় বসেন।
আলোচনা শেষে মিনহাজুল বলেন, ‘আমাদের ৩৮ জনের (জাতীয় দল) তালিকা আছে। তালিকায় থাকা সবাইকে কোভিড-১৯ পরীক্ষা করানো হবে। এ ছাড়া ২৪ জনের একটা এইচপি স্কোয়াডও সেখানে যাচ্ছে। সেভাবেই আমরা ভারসাম্য রাখছি, যাকে যখন দরকার হবে ব্যবহার করা হবে।’
নির্বাচক আরো বলেন, ‘দেশে তিনবার করোনা পরীক্ষা করে সেখানে গিয়ে আরেকটি পরীক্ষা হবে। অন্তত দুবার পরীক্ষা না করলে বোঝা যাবে না কে নেগেটিভ আছে, কে নেই।’
এইচপি দলের প্রধান নাঈমুর বলেন, ‘এখনো হোটেল ও ভেন্যু চূড়ান্ত হয়নি। প্রাথমিক যে আলাপ আলোচনা হচ্ছে তাতে জাতীয় দল ও এইচপি একই ব্যবস্থার মধ্যে থাকবে। এটা শুধু আমাদের ইচ্ছার ব্যাপার নয়, শ্রীলঙ্কার প্রটোকলের ব্যাপারও আছে।’