ধর্ম ও জীবন

৪০ দিন ফজরের নামাজ পড়লেই সাইকেল উপহার!

ভারতের বেঙ্গালুরুতে অবস্থিত হাজি ইসমাইল সাইত জামে মসজিদ কর্তৃপক্ষ মুসলিম শিশুদেরকে নামাজের প্রতি উৎসাহিত করতে অসাধারণ এক পন্থা অবলম্বন করেছে।

নিয়মিত ৪০ দিন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলেই থাকছে বাই-সাইকেল উপহার। এ ঘোষণার পর থেকে মসজিদে শিশুদের উপস্থিতি বহু গুন বেড়ে গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

প্রায় দুই শতাধিক শিশু রেজিস্ট্রেশনপূর্বক ক্যাম্পেইনে অংশগ্রহণ করে। তন্মধ্যে গত ৩ নভেম্বর ৯৯জন বিজয়ীর হাতে একটি করে ব্র্যান্ড-নিউ বাই-সাইকেল তুলে দেয় মসজিদ কর্তৃপক্ষ। আর নিয়মিত চল্লিশ দিন না পারলেও যারা সর্বোচ্চ উপস্থিত ছিল নামাজে তাদেরকেও হাতঘড়িসহ বিভিন্ন পুরস্কারে পুরস্কৃত করা হয়। খবর ডেইলি সিয়াসাতের।

বেঙ্গালুরুর স্থানীয় আরও কিছু মসজিদ এধরনের উদ্যোগ গ্রহণ করেছে। পাকিস্তান, মালেশিয়া, ইন্দোনেশিয়া, তুরস্কসহ পৃথিবীর বিভিন্ন মুসলিম রাষ্ট্রে শিশুদেরকে মসজিদমুখী করার জন্যে এধরনের উদ্যোগ প্রচলিত রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + 13 =

Back to top button