৬০তম দিনে করোনা ৬৪ জেলায়
এতদিন পর্যন্ত পার্বত্য জেলা রাঙামাটি কোভিড-১৯ সংক্রমণের বাইরে ছিল। কিন্তু এই জেলাতেও নিজের উপস্থিতি জানান দিলো করোনাভাইরাস।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, রাঙ্গামাটি জেলায় চার জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। ফলে দেশের সব জেলায় করোনা রোগী শনাক্ত হলো।
তবে রাঙ্গামাটি জেলার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলছেন, বিষয়টি নিয়ে তারা দ্বিধায় আছেন। তার মতে, ২৯ এপ্রিল তাদের নমুনা সংগ্রহ করা হয়। তবে তারা সম্পূর্ণ সুস্থ আছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের বুধবারের তথ্য অনুযায়ী, বিগত ২৪ ঘণ্টায় দেশে ৭৯০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১ হাজার ৭১৯ জন।
এ ছাড়া গত একদিনে আরো ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৮৬ জন।
গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। আর করোনা আক্রান্ত ব্যক্তির মৃত্যু ঘটে ১৮ মাচ। এ পর্যন্ত দেশে সুস্থ হয়েছেন ১ হাজার ৪০৩ জন।