৯ দফা দাবি বাস্তবায়নের আল্টিমেটাম দিয়ে সড়ক ছাড়লেন শিক্ষার্থীরা
আজ শনিবার তৃতীয় দিনের মতো রাজধানীতে বিক্ষোভ দেখিয়েছে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। নিরাপদ সড়ক চেয়ে ৯ দফা দাবি বাস্তবায়নের দাবি জানিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। একটি অংশ সকাল ১১টার পরে ধানমন্ডি ২৭ নম্বরের মোড়ে অবস্থান নেয়।
তারা দাবি আদায়ে স্লোগানের পাশাপাশি ধানমন্ডির বিভিন্ন সিগন্যালে থাকা প্রাইভেটকার, বাস এবং মোটরসাইকেল চালকদের লাইসেন্স পরীক্ষা করে। পরে দুদিনের আলটিমেটাম দিয়ে সড়ক ছেড়ে যায় তারা।
প্রথমে ধানমন্ডি বয়েজের শিক্ষার্থীরা ২৭ নম্বর সড়কের মুখে মিরপুর সড়কে বসে পড়েন। এরপর তাদের সাথে যোগ দেন আইডিয়াল কমার্স কলেজ, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল ও কলেজ, দুয়ারীপাড়া মহাবিদ্যালয়, মুন্সী আব্দুর রউফ স্কুল অ্যান্ড কলেজ এবং রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের সড়কে নামার ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়। বন্ধ হয়ে যায় মিরপুর সড়কের যান চলাচল। এতে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ।
শিক্ষার্থীরা জানান, আগামী মঙ্গলবারের মধ্যে দাবি মেনে প্রজ্ঞাপন জারি করা না হলে ওই দিন দুপুরে শিক্ষার্থীরা বিআরটিএ কার্যালয় ঘেরাও করবেন।
নিরাপদ সড়কের দাবিতে কাল রোববার এবং আগামী সোমবার ঢাকার বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের বিক্ষোভ চলবে বলেও ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এটার পাশাপাশি তারা সড়কে ফিটনেসবিহীন ও লাইসেন্সবিহীন যানবাহন যাচাই কার্যক্রম চালিয়ে যাবেন বলেও ঘোষণা দিয়েছে।
এদিকে শাহবাগ ও সায়েন্স ল্যাব এলাকায়ও জড়ো হয় অসংখ্য শিক্ষার্থী। তারা জানান, ৯ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
শিক্ষার্থীদের ৯ দফা দাবি হচ্ছে- নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈমসহ সড়ক দুর্ঘটনায় নিহত সব শিক্ষার্থীর পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। সড়ক দুর্ঘটনায় আহত সব যাত্রী ও পরিবহন শ্রমিকদের ক্ষতিপূরণ ও পুনর্বাসন নিশ্চিত করতে হবে। সড়ক, নৌ ও রেলপথে শিক্ষার্থীদের হাফ পাস নিশ্চিত করে প্রজ্ঞাপন জারি করতে হবে। বৈধ-অবৈধ যানবাহন চালকদের প্রশিক্ষণের মাধ্যমে বৈধতার আওতায় আনতে হবে। বিআরটিএ’র সব কার্যক্রমে নজরদারি ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। সারাদেশে ট্রাফিক ব্যবস্থাপনা স্বয়ংক্রিয় আধুনিকায়ন এবং পরিকল্পিত নগরায়ণ সুনিশ্চিত করতে হবে। গণপরিবহনে নারীর প্রতি যৌন হয়রানি ও সহিংসতা বন্ধ করে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পরিকল্পিত বাস স্টপেজ ও পার্কিং স্পেস নির্মাণ এবং এর যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে।